রং এর খেলা কত রকম হতে পারে তার কোন শেষ আছে? সেদিন ঘুরতে গেলাম সোনারগাও, জাদুঘ্রের ঠিকা পাশের লেকে দেখি রং এর এই খেলা। জানি না আপ্নাদের কেমন লাগছে কিন্তু আমি যখন প্রথম দেখি তখন আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছিল। খুব ছোট ছোট ব্যাপার মাঝে মাঝে অনেক আনন্দ দিতে পারে। রং এর এই খেলা দেখে মনটাই অনেক ভাল হয়ে গিয়েছিল।
No comments:
Post a Comment